এই প্যাকেজ সাধারণত রেগুলার প্যাকেজ হিসেবে বিবেচিত হয়। সারাদেশের সর্বোচ্চ সংখ্যক হাজ্বী এই প্যাকেজে হজ্ব করে থাকেন। আমরা হজ্ব ফ্লাইট শুরুর প্রথম ৫দিনের ভিতরে সৌদি আরবের উদ্দেশ্যে এবং হজ্ব কার্যক্রম শেষে দেশের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ্।

আমাদের প্রতিশ্রুতি সমূহ ও প্যাকেজ বিস্তারিতঃ
মক্কায়ঃ
- প্রাক নিবন্ধন-৩০,০০০ টাকা দিয়ে প্রাক নিবন্ধন করতে হবে।
- নিবন্ধন-৩,০০,০০০ টাকা জমা দিয়ে আপনার প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করলে আপনি ২০২৫ সালের হজ্ব সফরের জন্য মনোনীতহবেন।
- হজ্ব সফরের পূর্বে প্রশিক্ষণের ব্যাবস্থা গ্রহণ করা করা হবে।
- হজ্ব সফরের পূর্বে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান করতে হবে।
- এই প্যাকেজে হজ্ব ফ্লাইট শুরুর প্রথম ৫ দিনের ভিতরে আমরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবো।
- সৌদি এয়ারপোর্ট থেকে মক্কা হোটেল পর্যন্ত এসি বাসের ব্যাবস্থা থাকবে।
- মক্কা হোটেলের অবস্থান মসজিদ আল হারাম-এর বহির্চত্তর থেকে মিসফালাহ্/ জিয়াদ আল সউদ এলাকায় স্বাভাবিক গতিতে পায়ে হেঁটে ৭-১০মিনিটের দূরত্বে হবে। এমনকি হোটেলের নিচেই অথবা ১ মিনিট দূরত্বের ভিতরে হারামের জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারবেন।
- মক্কায় হোটেল ৩স্টার মানের হবে।(বাসা/বাড়ি নয়) হোটেলে প্রতি রুমে এসি, জনপ্রতি বেড, এক রুমে ৪-৫জন, টিভি, ফ্রিজের ব্যবস্থা থাকবে।
- মক্কায় পৌছানোর পর সৌদি মক্তব আমাদের হোটেলে রিসিভ করবেন।
- এর পর একজন অভিজ্ঞ গাইডের মাধ্যমে প্রথম উমরাহ্ করার উদ্দেশ্যে কাবার দিকে রওনা হবেন।
- কাবা চত্তরে পৌঁছানোর পর অভিজ্ঞ গাইড দিক নির্দেশনা দিবেন-কোন গেট দিয়ে বের হলে আমাদের হোটেলে যেতে পারবেন, তাওয়াফ করার সময় হারিয়ে গেলে কি করবেন, সাঈ কিভাবে করবেন, সাঈ করতে হারিয়ে গেলে কি করবেন, সাঈ শেষে কোথায় চুল কেটে নিবেন, উমরাহ্ শেষে কোথায় একত্রিত হবেন, কিভাবে হোটেলে ফেরত আসবেন!
- উমরাহ্ পালনের সময় হারিয়ে গেলে বাংলাদেশ হজ্ব মিশনে অবহিত করা হবে যাতে দ্রুত সন্ধান পাওয়া যায়।
- প্রথম দিন উমরাহ্ পালনের শেষে সবাইকে সৌদি সিম কিনে দেয়া ও বাড়িতে যোগাযোগের ব্যবস্থা থাকবে।
- সফরের চতুর্থ দিন (শুক্রবার ব্যাতীত)-মক্কার দর্শনীয় স্থান যেমনঃ জাবালে সউর, জাবালে রহমত (নবীকরিম (সাঃ) বিদায় ভাষণের স্থান), মিনা, আরাফাহ, মুজদালিফা, নহরে জুবাইদা, মসজিদে নামিরা, ইসমাইল আঃ কে কুরবানী দেয়ার স্থান, জাবালে নুর, জ্বীন মসজিদ, জান্নাতুল মোয়াল্লা দেখার উদ্দেশ্যে হোটেল থেকে এসি বাসের ব্যবস্থা থাকবে।
- মক্কায় থাকা কালীন সময়ে কাবা ঘরের আশে পাশে পায়ে হেঁটে ঐতিহাসিক নিদর্শন দেখানো হবে।
- মক্কায় থাকা কালীন সময়ে তায়েফ সফরের ব্যবস্থা থাকবে-যা কিনা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়- এক্ষেত্রে জনপ্রতি-৩০-৫০ রিয়াল খরচ হতে পারে।
- মক্কায় কাছের হোটেলে ২১-২৪ দিন থাকার পর ৮-৯ দিনের সফরে এসি বাসে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হবো।
মদিনায়ঃ
- মদিনা আল মুনাওয়ারা তে বেলাল মসজিদের পাশে সাধারণ মানের হোটেলে অবস্থান করা হবে।
- মদিনা মসজিদে নববীর বহির্চত্তর থেকে হোটেল স্বাভাবিক গতিতে পায়ে হেঁটে ১০-১২ মিনিটের দূরত্বে হবে।
- মদিনা পৌঁছানোর পর অভিজ্ঞ গাইড সবাইকে হোটেলের রুম বন্টনের পর এক সাথে মসজিদে নববীতে রওজা মোবারকে সালাম প্রদানের উদ্দেশ্যে রওনা হবেন।
- পরের দিন ফজরের পর জান্নাতুল বাকী জিয়ারত করা হবে।
- ৩য় দিন (শুক্রবার ব্যাতীত) মদিনার দর্শনীয় স্থান যেমনঃ মসজিদে কোবা, মসজিদে জু’আ, মসজিদে কিবলাতায়েন, সালমান ফারসি খেজুর বাগান, উহুদের প্রান্তর, রুমা পাহাড় ও জিন পাহাড় দেখার উদ্দেশ্যে হোটেল থেকে এসি বাসের ব্যবস্থা থাকবে।
- ৫ম দিন (শুক্রবার ব্যাতীত) বদরের প্রান্তর জিয়ারার ব্যবস্থা থাকবে তবে-যা কিনা প্যাকেজের অন্তর্ভুক্ত নয়- এক্ষেত্রে জনপ্রতি-৪০-৬০ রিয়াল খরচ হতে পারে।
- মদিনায় কেনা কাটা করার জন্য অভিজ্ঞ গাইড সহায়তা করবেন।
- মদিনায় রিজাউল জান্নাতের সিডিউল অনুযায়ী জিয়ারতের ব্যবস্থা থাকবে।
- মদিনা সফর শেষে মিনায় যাওয়ার ২ দিন আগে মদিনা আল মুনাওয়ারা থেকে মক্কার আজিজিয়া/দোউর কুদা’ই হোটেল ব্যবস্থা থাকবে।
হজ্বকালীন সময়ঃ
- মদিনা থেকে ফেরার পথে মিকাত হতে এহরাম পরিধান করে মক্কায় উমরাহ্ পালন করা হবে। এক্ষেত্রে হোটেল থেকে হারামে উমরাহ্ করতে যাওয়ার জন্য পরিবহণের ব্যবস্থা থাকবে।
- উমরাহ্ শেষ করে আবার হোটেলে যাওয়ার জন্য পরিবহণের ব্যবস্থা থাকবে।
- পরের দুই দিন বিশ্রাম নিয়ে ৮ জিলহজ্ব মিনার উদ্দেশ্যে রওনা, মিনায় সরকার কর্তৃক নির্ধারিত এসি তাবুর ব্যহস্থা থাকবে। মিনায় অভিজ্ঞ আলেমগণ আলোচনা করবেন।
- ৮-১২ জিলহজ্ব হজ্বের কার্যক্রম শেষে আবার মক্কার আজিজিয়া/দোউর কুদা’ই হোটেলে ফেরত আসতে হবে। হজ্বের সম্পূর্ণ সময় অভিজ্ঞ গাইড ও মোয়াল্লিম সাথে থাকবেন।
- ১২ জিলহজ্ব হজ্বের কার্যক্রম শেষে একদিন ফ্রি জেদ্দা ভ্রমনের ব্যবস্থা থাকবে। জেদ্দা ভ্রমণে কেসাস মসজিদ, মা হাওয়া আঃ এর কবর, মসজিদে রাহমাহ ও জেদ্দা সমুদ্র সৈকত দেখার সুযোগ থাকবে।
- বাংলাদেশে আসার পূর্বে ফ্রি তায়েফ মিকাতে উমরাহ্ পালনের জন্য ভ্রমণের ব্যবস্থা থাকবে। উমরাহ্ শেষ করে ফ্লাইটের তারিখ অনুযায়ী বিদায় তাওয়াফ সম্পন্ন করা হবে।
- জেদ্দা এয়ারপোর্টে আসার পূর্বে হোটেলে বাংলাদেশে পৌছানো পর্যন্ত এক বা একাধিক অভিজ্ঞ গাইড থাকবেন।
আমাদের এই প্যাকেজ মূল্য– খাবার সহ, (কুরবানী ছাড়া) – ৫৪৫০০০টাকা/জনপ্রতি
(যেহেতু আমরা সরাসরি হজ্ব কার্যক্রম পরিচালনা করি সেহেতু প্যাকেজের যেকোনো ধরণের কাস্টমাইজেশন করতে পারবেন)
উপরের সকল প্রতিশ্রুতি অনুযায়ী স্বচ্ছ জবাবদিহিতামূলক আমাদের এই প্যাকেজ নিতে এবছর ইতোমধ্যে ৪০০+ হজ্বযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। আমাদের অতীতের অভিজ্ঞতা বলে, আমরা আপনাদের মনতুষ্টি অর্জন ও সঠিক ভাবে হজ্ব পালনের সহযোগি হতে সক্ষম। এবছর আমাদের ৪০০০+ হাজ্বী সাহেবগণকে নিয়ে একটি হাজ্বী সম্মেলনের আয়োজন করেছিলাম। ভিডিও লিংকঃ আশাকরি, ২০২৫ সালে ৪০০০ জনেরও বেশি হজ্বযাত্রীর মিলনমেলা হবে, সেখানে আপনাকেও আমন্ত্রিত।
সুতরাং দেরী না করে আজই নিবন্ধন করুণ।
🏵️ জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ
👉 আত-তাবলীগ হজ্জ সার্ভিসেস
🕋 হজ লাইসেন্স নং -১৩৪২
🕋 পর্যটন মন্ত্রনালয় ট্রাভেল লাইসেন্স নং:০০০০৭৪৮
✅ ১ণং নতুন ভবন (২য় তালা) জিলা পরিষদ মার্কেট পূর্ব আগানগর, দক্ষিন কেরানীগঞ্জ,ঢাকা-১৩১০
✳️ IATA অনুমোদিত এয়ার টিকেটিং এজেন্টঃ ৪২৩৩৫৯০৪
👉 যোগাযোগঃ ইমু ও হোয়াটসএপ👇
📲 wa.me/8801711165606
📲 wa.me/8801886377899
Call Center number : +8809697672929
( খুব দ্রুত রেসপন্স পেতে সরাসরি ফোন করুন অথবা whatsapp/Imo তে knock করুন)
প্যাকেজের সংক্ষিপ্ত বিবরন
- প্রথম দিকে ফ্লাইট হওয়াতে হজ সফর নিয়ে চিন্তা মুক্ত সফর ।
- ট্রান্সপোর্ট সৌদী সরকারের নিয়ন্ত্রনে থাকায় সকল সিদ্ধান্ত তাদের হাতে ।
- দুপুর ও রাতের প্যাকেটেড বাংলাদেশী খাবার পরিবেশন করা হবে।
- ইহা গ্রুপ ট্রুর ।
- মক্কা ও মদীনায় শেয়ারিং রুমে থাকতে হবে ।
হজ্জ ২০২৫ প্যাকেজ-সি (প্রথম ফ্লাইট)
এই প্যাকেজ নিতে এবছর ইতোমধ্যে ৪০০+ হজ্বযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। আমাদের অতীতের অভিজ্ঞতা বলে, আমরা আপনাদের মনতুষ্টি অর্জন ও সঠিক ভাবে হজ্ব পালনের সহযোগি হতে সক্ষম। এবছর আমাদের ৩৫০০+ হাজ্বী সাহেবগণকে নিয়ে একটি হাজ্বী সম্মেলনের আয়োজন করেছিলাম। ভিডিও লিংকঃ আশাকরি, ২০২৫ সালে ৪০০০ জনেরও বেশি হজ্বযাত্রীর মিলনমেলা হবে, সেখানে আপনাকেও আমন্ত্রিত।
হজ প্যাকেজের গুরুত্বপূর্ন দিক
- অভিজ্ঞ আলেম ও হজ্ব গাইড দ্বারা হজ্ব প্যাকেজ পরিচালনা ।
- হজ্জ ফ্লাইট শুরুর প্রথম ৫দিনের ভিতরে সৌদী আরবে পৌছানো।