জার্মানিতে যেতে আগ্রহীদের জার্মানি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকতে হবে। কারণ এই দেশের ভিসা আবেদন প্রক্রিয়া তুলনামূলক অনেক কঠিন এবং দীর্ঘ হয়ে থাকে। জার্মানি এম্বাসিতে গিয়ে সরাসরি অফলাইনে আবেদন করার সুযোগ রয়েছে।
বাংলাদেশ থেকে যেকোনো উদ্দেশ্যে ইউরোপের উন্নত এই দেশে চাইলে অবশ্যই ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হয়। বাংলাদেশ থেকে মানুষ সাধারণত এই দেশে স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বেশি যায়।
বাংলাদেশ থেকে জার্মানি অল্প খরচে যাওয়ার জন্য নিজে নিজে ভিসা প্রসেসিং করতে হবে। এজন্য জার্মানি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে হবে। তাই ধৈর্য্য ধরে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।
জার্মানি ভিসা আবেদন ২০২৫
জার্মানি ভিসা আবেদন করার জন্য জার্মান সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটভিজিট করতে হয়। তবে কেউ চাইলে নিজে নিজে ভিসা আবেদন না করে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে জার্মান ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।
জার্মান ভিসা আবেদন করার জন্য প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। তারপর অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট কোন তারিখে ইন্টারভিউ দিতে হয়।
জার্মানি ভিসা আবেদন করতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার, চাকরিজীবীদের ক্ষেত্রে বৈধ কাজের অফার লেটার ও পর্যটকদের ক্ষেত্রে ট্রাভেলের রেকর্ড থাকা বাধ্যতামূলক। জার্মানি যেতে কি কি লাগে জানলে কোন কোন কাগজপত্র প্রয়োজন হয় বুঝতে পারবেন।
জার্মানি যেতে কি কি লাগে?
জার্মানি যাওয়ার জন্য ভিসা প্রয়োজন। ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা কাগজপত্র প্রয়োজন হয়। জার্মানি ভিসা আবেদন করতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র রেডি করতে হয়। যেমন:
- পাসপোর্ট
- ভিসা আবেদন ফর্ম
- পাসপোর্ট সাইজের ছবি
- স্বাস্থ্যবীমা
- দক্ষতার সার্টিফিকেট
- ব্লক মানি
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- আর্থিক সচ্ছলতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, স্পনসরশিপ লেটার)
- ভিসার ফি জমা দেওয়ার রসিদ
- রিটার্ন টিকিট
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার
- ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ (IELTS অথবা TOEFL স্কোর)
বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ থেকে সরকারিভাবে এই দেশে যাওয়ার কোন সুযোগ নেই। বেসরকারি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিংবা নিজে নিজে জার্মানি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
বর্তমান বাংলাদেশ থেকে জার্মানি যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা খরচ হয়ে থাকে। উল্লেখ্য, জার্মানি ভিসা আবেদন ফি মাত্র৭ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা হয়ে থাকে। নিজে নিজে ভিসা প্রসেসিং করলে অফিসিয়াল খরচে জার্মানি যেতে করতে পারবেন।
জার্মানি যেতে কত বছর বয়স লাগে?
জার্মানি ভিসা আবেদনকরতে সাধারণত বয়সের কোন বাধা নেই। তবে কাজের ভিসা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোম্পানি কর্তৃক নির্ধারিত বয়সের রিকোয়ারমেন্ট পূরণ করতে হয়। সাধারণত ভিসা আবেদন করতে আবেদনকারীদের বয়স ১৮ বছর হতে হয়।
জার্মানি যাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
জার্মান ভিসা পেতে আপনাকে সঠিক ডকুমেন্টস জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। এখানে প্রতিটি ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলোঃ
সাধারণ ডকুমেন্টস
- পূরণকৃত ভিসা আবেদন ফর্মঃএই ফর্মটি ভিসা আবেদন প্রক্রিয়ার প্রথম ধাপ। এটি সঠিকভাবে এবং নির্ভুল তথ্য দিয়ে পূরণ করা আবশ্যক। ফর্মটি ডাউনলোড করা যায় জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
- পাসপোর্ট সাইজ ছবিঃআপনার সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ছবিগুলো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী হওয়া উচিত (৩৫ মিমি x ৪৫ মিমি)।
- বৈধ পাসপোর্টঃআপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই অন্তত ৬ মাস অবশিষ্ট থাকতে হবে। পাসপোর্টে অন্তত ২টি খালি পৃষ্ঠা থাকা আবশ্যক।
- পূর্ববর্তী ভিসার কপিঃযদি আপনার পূর্বে অন্য কোনো দেশের ভিসা থেকে থাকে, সেগুলোর কপিও জমা দিতে হবে। এটি আপনার ভ্রমণের ইতিহাস যাচাই করতে সহায়তা করে।
- বিমানের টিকিট রিজার্ভেশনঃআপনার ভ্রমণের জন্য বিমানের রিটার্ন টিকিট বা রিজার্ভেশন জমা দিতে হবে। এটি আপনার ভ্রমণের তারিখ নিশ্চিত করতে ব্যবহৃত হয়।
- ভ্রমণ বীমাঃআপনাকে একটি বৈধ ভ্রমণ বীমা প্রদান করতে হবে, যার কভারেজ অন্তত €৩০,০০০ হতে হবে। এটি জরুরি চিকিৎসা এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সহায়তা প্রদান করে।
- ব্যাংক স্টেটমেন্টঃসর্বশেষ ৩ থেকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এটি আপনার আর্থিক সক্ষমতা নিশ্চিত করার জন্য প্রয়োজন।
- ব্যক্তিগত চিঠি (লেটার অব পারপাস):এই চিঠিতে আপনার ভিসার উদ্দেশ্য, ভ্রমণের পরিকল্পনা এবং জার্মানিতে অবস্থানের সময়কাল উল্লেখ করতে হবে। এটি আপনাকে ভিসা অফিসারের কাছে আপনার প্রয়োজনীয়তা বোঝাতে সহায়তা করবে।
জার্মানীর ভিসা ফরম পূরন এবং ফাইল প্রসেসিং এর আমাদের অভিজ্ঞ টীমের সাথে যোগাযোগ করতে পারেন
At-Tablig Hajj Services
Bangladesh Government and Saudi Government Approved Hajj Agents No:1342
🕋 Ministry of Civil Aviation Approved Travel Agents No :0000748
✳ IATA Approved Company : 42335904
We are Bangladesh Govt approved valid Haj License and ITA approved organization. Your trusted travel agent
Contact: IMO and WhatsApp
📲01711165606
📲01715595991
▶Registered Office: No. 1.No New Building (2nd Floor) Zilla Parishad Market East Aganagar,South Keraniganj, Dhaka
Subscribe to our Hajj and Umrah related Telegram channel to know more such Masla Masael regularly
Click here
Join our Hajj and Umrah WhatsApp group to get more Masala Masael regularly.
Our WhatsApp Chanel Link Here
For latest updates, you can join our ✅WhatsApp group or ☑️ Telegram channel.